
বাঁকুড়া, ১২ নভেম্বর (হি.স.) : দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটনার পর সারা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সূত্রে বুধবার বাঁকুড়া রেলওয়ে স্টেশনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরপিএফ ও জিআরপি যৌথভাবে স্টেশন চত্বরে চিরুনি তল্লাশি চালায়।স্নিফার ডগ নিয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, অপেক্ষালয়, পার্সেল ও লাগেজ বিভাগ এবং একাধিক ট্রেনের কামরায় তল্লাশি চলে। যাত্রীদের ব্যাগ ও লাগেজও খতিয়ে দেখা হয়। আকস্মিক এই অভিযানে প্রথমে যাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগের পরিবেশ তৈরি হলেও পরে আরপিএফ কর্তৃপক্ষ জানায়, এটি নিয়মিত নিরাপত্তা সতর্কতার অংশমাত্র।
রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এর তরফে জানানো হয়েছে, দিল্লি বিস্ফোরণ ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশন ও গণপরিবহন কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার রাখার নির্দেশ জারি হয়েছে। সম্ভাব্য কোনও অঘটন রুখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
তল্লাশি শেষে যাত্রীরা নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় আরপিএফ আধিকারিকের বলেন , “যাত্রীদের নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার। কাউকে অকারণে আতঙ্কিত না হয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হচ্ছে।”
উল্লেখ্য, শুধু বাঁকুড়া রেলওয়ে স্টেশন নয়, দেশের বিভিন্ন রাজ্যের স্টেশনে রেল সুরক্ষা বাহিনী ও গভর্নমেন্ট রেল পুলিশ যৌথভাবে এই নিরাপত্তা অভিযান পরিচালনা করছে দিল্লিতে বিস্ফোরণের পর থেকেই। ট্রেন, প্ল্যাটফর্ম, অপেক্ষালয়, পার্সেল ও লাগেজ বিভাগ, সর্বত্র চলছে সূক্ষ্ম তল্লাশি ও কড়া নজরদারি। স্টেশনে প্রবেশ করা প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি। শুধু পুলিশ নয়, স্নিফার ডগ দিয়ে নাকা চেকিং করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও ট্রেনের সমস্ত কোচে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট