কাংড়ায় পুলিশের অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার ২
ধর্মশালা, ১২ নভেম্বর (হি.স.): মাদক–সহ এক কিশোর ও আরও একজনকে গ্রেফতার করেছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০১.৯১ গ্রাম মাদক (হেরোইন)। পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাবের গুরবিন্দর সিং এবং চম্বা জেলার সিহুন্তার এক
কাংড়ায় পুলিশের অভিযানে উদ্ধার মাদক, গ্রেফতার ২


ধর্মশালা, ১২ নভেম্বর (হি.স.): মাদক–সহ এক কিশোর ও আরও একজনকে গ্রেফতার করেছে হিমাচল প্রদেশের কাংড়া জেলার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০১.৯১ গ্রাম মাদক (হেরোইন)। পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাবের গুরবিন্দর সিং এবং চম্বা জেলার সিহুন্তার এক কিশোরকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তৎপরতার সঙ্গে অভিযান চালিয়ে সমেলা রেইন শেল্টারের কাছে অভিযুক্তদের আটক করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নেশাদ্রব্য বিক্রির সঙ্গে যুক্ত এবং কাংড়া অঞ্চলে নিয়মিত আসতো।পুলিশের অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেয়। পুলিশের তরফে সাধারণ মানুষকে জানান হয়েছে, এই ধরনের অপরাধের তথ্য সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর জন্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande