
আজমের, ১২ নভেম্বর (হি.স.): রাজস্থানের আজমেরে পথ দুর্ঘটনায় এক যুবক ও যুবতীর মৃত্যু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে নাসিরাবাদ-কিষাণগড় জাতীয় সড়ক ৪৮-এর শ্রীনগর খেদা মোড়ের কাছে।
পুলিশ সূত্রে জানা গেছে , নাসিরাবাদ থেকে কিষাণগড়ের দিকে যাচ্ছিল একটি ট্রেলার। হঠাৎ ট্রেলারটি ব্রেক কষে। এরই মধ্যে পিছন থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি সরাসরি ট্রেলারের সঙ্গে ধাক্কা খায়। সেসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত যুবক দিল্লির বাসিন্দা, আর যুবতীর বাড়ি উত্তর প্রদেশে। দু’জনই রাজস্থানে ভ্রমণে এসেছিলেন। মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ট্রেলার চালক পলাতক। ওই পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, মৃতদের পরিজনদের খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য