
নয়াদিল্লি , ১২ নভেম্বর (হি.স.) : সালফোর্ড সিটি এফসির সহ-মালিক ডেভিড বেকহ্যাম এবং গ্যারি নেভিল, যারা ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি '৯২ ক্লাসের অংশ, তাঁরা এই মাসে ভারত সফর করবেন ড্রিমসেটগোর সঙ্গে ক্লাবের অংশীদারিত্বের অংশ হিসেবে। এটি সালফোর্ড সিটির এশীয় বাজারে প্রথম সম্প্রসারণ - যেখানে ভারতে ভক্তদের সম্পৃক্ততা ক্লাবের বৃদ্ধির কৌশলের মূল অংশ।
সালফোর্ড সিটি ফুটবল ক্লাবের বিকাশ এবং নতুন দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনে আমাদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী অংশীদাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নেভিল এবং বেকহ্যাম এক বিবৃতিতে বলেছেন।
এই সহযোগিতা দুটি উচ্চাকাঙ্ক্ষী সংস্থাকে একত্রিত করেছে যারা বিশ্বব্যাপী ক্রীড়া অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধ। আগামী বছরগুলিতে সালফোর্ড সিটির আন্তর্জাতিক উপস্থিতি গড়ে তোলার জন্য ড্রিমসেটগোর সঙ্গে এই সুযোগের জন্য আমরা উত্তেজিত। সালফোর্ড ইংল্যান্ডের তৃতীয় বিভাগ, ইএফএল লীগ টুতে খেলেন এবং বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছেন।
আমরা সালফোর্ড সিটি এফসির সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে এবং গ্যারি এবং ডেভিড ভারতে আমাদের সঙ্গে যোগ দিতে পেরে গর্বিত। '৯২ সালের ক্লাস কিংবদন্তি ক্রীড়াবিদদের চেয়েও বেশি কিছু, তাঁরা বিশ্বব্যাপী আইকন যাদের প্রভাব খেলাধুলাকে ছাড়িয়ে যায়, ড্রিমসেটগোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মনিশ শাহ বলেন।
সেই সঙ্গে শাহ বলেছেন,ভারতে তাদের নিয়ে আসা দেশের ফুটবল ভক্তদের জন্য একটি স্বপ্ন পূরণ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি