
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : গত দুই দিনে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, দক্ষিণেশ্বর, নিউ ব্যারাকপুর এবং বীজপুর থানার সহযোগিতায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ২৩৩ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সমস্ত মামলা এলডিপিএস আইনে নথিভুক্ত করা হয়েছে।
প্রথম ঘটনাটি নিউ ব্যারাকপুর থানা এলাকার । ১০ নভেম্বর, পুলিশ দুই অভিযুক্ত নাবালকের কাছ থেকে ২০.৯ কিলোগ্রাম গাঁজা উদ্ধার করে। উভয়কেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
দ্বিতীয় ঘটনাটি দক্ষিণেশ্বর থানা এলাকার। ১১ নভেম্বর পুলিশ ৪৮.২ কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে। এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তারা হল জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা দীপেশ রায় (৩৬), ঝাড়খণ্ডের জামতাড়ার বাসিন্দা কার্তিক বাউরি (১৯), মধ্যমগ্রামের বাসিন্দা সৎপ্রিয়া ঘোষাল (২৪) এবং অমিত বাউরি (২৬)। পুলিশ জানিয়েছে, তারা সকলেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একটি বড় পরিমাণ মাদক পাচারের প্রস্তুতি নিচ্ছিল।
তৃতীয় ঘটনাটি বীজপুর থানা এলাকায়। ১২ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে ১৬৪ কেজি গাঁজা, একটি অল্টো গাড়ি এবং একটি লরি উদ্ধার করে। এই ঘটনায় গ্রেফতার চার অভিযুক্ত হলেন অমৃত মালিক (২৬), ইমরান কীর্তনিয়া (২৩), মিলন চাকি (৪১) এবং সৌরভ বিশ্বাস (২৪)। তারা সকলেই নদীয়া জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তারা উত্তর ২৪ পরগনায় গাঁজা সরবরাহের পরিকল্পনা করছিল।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যানবাহন এবং মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক পাচারের নেটওয়ার্ক এবং জড়িত অন্যান্য ব্যক্তিদের সনাক্ত করার জন্য প্রতিটি অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন আধিকারিক জানিয়েছেন, শহর এবং আশেপাশের এলাকায় মাদক পাচারের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরও বলেন, এনডিপিএস আইনের অধীনে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। অবৈধ মাদক ব্যবসায় জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
হিন্দুস্থান সমাচার / সোনালি