
বালিয়া, ১২ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বালিয়া জেলায় ভয়াবহ দুর্ঘটনা। পর্বতপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনায় প্রাণ হারায় তিন যুবক। ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দিবাকরপুর গ্রামের পাঁচজন যুবক অনুষ্ঠানের বাড়ি থেকে ফিরছিলেন। ফেরার সময় গাড়িটি পার্বতপুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিহতদের নাম বিশাল (২১), সত্যম (২২) এবং রাজা (২৩)। গুরুতর আহত দুই জনকে স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বারাণসীতে স্থানান্তর করা হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে গাড়িটি বাজেয়াপ্ত করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য