
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): নাগেরবাজার উড়ালপুলে পথ দুর্ঘটনা। আর তার জেরে গুরুতর ভাবে জখম হলেন এক মোটরবাইক চালক এবং সঙ্গে থাকা আরোহী। বুধবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্রের খবর। জানা গিয়েছে, দমদমের মল রোড এলাকা থেকে ওই দুই যুবক মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন কলকাতার দিকে। নাগেরবাজার উড়ালপুলের উপরে একটি বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারান চালক। বাইক থেকে এক জন উড়ালপুলের নীচে ছিটকে পড়েন। অপর জন উড়ালপুলের উপরেই ছিটকে পড়েন। দু’জনকেই সঙ্কটজনক অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালে এমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল নাগেরবাজার উড়ালপুলে। সেসময় উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়েছিলেন বাইক আরোহী এক মহিলা। সেবার এক দম্পতি বাইকে চড়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। নাগেরবাজার উড়ালপুলে একটি এসইউভি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। তার জেরে উড়ালপুল থেকে নিচে পড়ে যান স্ত্রী। উড়ালপুলের ওপর ছিটকে পড়েন স্বামী। বেশ কিছুক্ষণ হাসপাতালে চিকিৎসার পর প্রাণ যায় স্ত্রীর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ