অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা গোবিন্দ, অবস্থা স্থিতিশীল
মুম্বই, ১২ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলিউডের অভিনেতা গোবিন্দ। নিজের বাড়িতেই জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি তাঁকে মঙ্গলবার রাতেই ভর্তি করা হয় জুহুর সাবার্বান হাসপাতালে। রাতে ইমার্জেন্সি কেয়ার ইউনিটে শুরু হয় তাঁর চিকিৎসা। এ
অভিনেতা গোবিন্দ


মুম্বই, ১২ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বলিউডের অভিনেতা গোবিন্দ। নিজের বাড়িতেই জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি তাঁকে মঙ্গলবার রাতেই ভর্তি করা হয় জুহুর সাবার্বান হাসপাতালে।

রাতে ইমার্জেন্সি কেয়ার ইউনিটে শুরু হয় তাঁর চিকিৎসা। এরপর থেকে সকলের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করেছে যে, এখন কেমন আছেন তিনি? বুধবার তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন অনেকেই। এ বিষয়ে তাঁর আইনি উপদেষ্টা তথা বন্ধু ললিত বিন্দল জানিয়েছেন, এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর ঠিক কী হয়েছে সে বিষয়েও কিছু খোলসা করেননি তিনি।

অভিনেতার টিম সূত্রের খবর, মঙ্গলবার রাত ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই রয়েছেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। আপাতত অভিনেতার বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে, এখন অপেক্ষা সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande