
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.) : ‘‘আমার সততার ছবিকে যারা মসীলিপ্ত করার চেষ্টা করল— তাদের ছেড়ে দেওয়া সামজিক অপরাধ।’’ জেল থেকে বেরিয়ে বুধবার বেহালা (পশ্চিম) বিধানসভা কেন্দ্রের জনগণের উদ্দেশে খোলা চিঠি লিখলেন পার্থ চট্টোপাধ্যায়।
এই বিধানসভা কেন্দ্রেরই বিধায়ক তিনি। ২০২২ সালের ২৩ জুলাই এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি থাকায় নিজের বিধানসভা কেন্দ্রের সঙ্গে কোনও যোগাযোগই ছিল না তাঁর। তবে জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেই নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের সঙ্গে সম্পর্ক ‘মেরামতে’ উদ্যোগী হয়েছেন তিনি।
তাঁদের উদ্দেশে লিখলেন খোলা চিঠিতে জানতে চেয়েছেন, চাকরি দেওয়ার বদলে কার কাছ থেকে টাকা নিয়েছেন তিনি? শুধু তা-ই নয়, তাঁর নাম করে কেউ টাকা তুলেছেন কি না, তা-ও জানতে চান তিনি। বেহালা (পশ্চিম)-এর বিধায়ক মনে করেন, বেহালাবাসীর ‘আশীর্বাদেই’ বার বার জিতেছেন।
তিনি এ-ও মনে করেন, তাঁর কর্মজীবনের ছন্দপতন হয় ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর। পার্থের দাবি, চাকুরিজীবন থেকে শুরু করে মন্ত্রী হিসাবে তিনি সমাজে যে প্রতিষ্ঠা বা সম্মান পেয়েছিলেন, ‘তা মিথ্যা অপবাদে ভুলণ্ঠিত’ হয়েছে। তাই জেল থেকে ফিরেই নিজের ‘ভাবমূর্তি’ পুনরুদ্ধারের চেষ্টায় নামলেন পার্থবাবু।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত