
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির বাতাস এখনও দূষিতই। বুধবার সকালে দূষণে একেবারে নাজেহাল অবস্থা ছিল রাজধানীতে। ইন্ডিয়া গেট ও কর্তব্যপথ এলাকা দূষণের চাদরে আচ্ছন্ন ছিল। এদিন সকালে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথের আশেপাশের এলাকা বিষাক্ত ধোঁয়ার ঘন স্তরে ঢাকা ছিল, এই এলাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪০৮, যা উদ্বেগজনক।
দিল্লির গীতা কলোনি-লক্ষ্মী নগর রোডের বাতাসের গুণমান ৪১৩-এ রেকর্ড করা হয়েছে, যা মারাত্মক দূষণ এবং গুরুতর স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত দেয়। শুধু দিল্লি, দেশের একাধিক রাজ্যেও দূষণের পরিমান বাড়ছে। বুধবার সকালেই উত্তর প্রদেশের কানপুরের বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণগতমান বিপজ্জনক স্তরের চলে যায়। নেহেরু নগরে ২৪৪, যেখানে কল্যাণপুরে ১৯২ এবং কিদওয়াই নগরে ১৮৪ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা