আদালতের উপর চাপ তৈরির চেষ্টা, অভিনব ঘটনা হাই কোর্টের এজলাসে
কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): স্কুল সার্ভিস কমিশনের কোনও মামলা হলেই সকাল থেকে শুনানি শুনতে হাইকোর্টে শ''য়ে শ''য়ে মামলাকারীরা ভিড় করতেন৷ সেই সুযোগ শেষ। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এমনই একটি মামলা চলাকালীন দু''পক্ষের আইনজীবীদের মধ্যে ত
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): স্কুল সার্ভিস কমিশনের কোনও মামলা হলেই সকাল থেকে শুনানি শুনতে হাইকোর্টে শ'য়ে শ'য়ে মামলাকারীরা ভিড় করতেন৷ সেই সুযোগ শেষ। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এমনই একটি মামলা চলাকালীন দু'পক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল আইনি লড়াই চলার সময় একদল পরীক্ষার্থী হাততালি দিয়ে একপক্ষের আইনজীবীর যুক্তি সমর্থন করেন৷ তাতে বিরক্ত হন বিচারপতি অমৃতা সিনহা৷ তিনি তাঁদের বের করে দেন৷

তখন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুঠোফোন বের করে একটি হোয়াটসঅ্যাপ বার্তা আদালতে দেখান ৷ ওই বার্তায় কেউ এদিনের মামলায় তাঁদের পক্ষের মক্কেলদের সকাল থেকে এজলাসে ভিড় জমানোর নির্দেশ দিয়েছিলেন৷ এর ফলে আদালতের উপর চাপ তৈরি হবে, ইঙ্গিত দেওয়া হয় ওই বার্তায়৷

এই ঘটনায় বিচারপতির বক্তব্য, এই ভাবে কি আর চাপ দেওয়া যায়! এরপরেই জানিয়ে দেন, আগামী দিনে এমন মামলায় মক্কেলদের এজলাসে ঢুকতে দেওয়া হবে না৷ বিচারপতির এজলাসে সকাল থেকে শেষ পর্যন্ত শুনানির নিরবচ্ছিন্ন লাইভ হয়৷ ফলে সেই লাইভ দেখে নিজেদের কৌতূহল মেটানোর পরামর্শ দিয়েছেন তিনি৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande