
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : রাজ্য বিধানসভায় বুধবার দুপুরেই হাজির ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়কেরা। যথারীতি উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন সংক্রান্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. সুকান্ত মজুমদার। উভয়ের মধ্যেই কুশল বিনিময়ের পর বিজেপি পরিষদীয় দলের ঘরে দীর্ঘ এক ঘন্টা ধরেই টানা চলেছে রুদ্ধদ্বার বৈঠক। বিধানসভায় দুপুর ১২টা বৈঠক আরম্ভ হয়। দলের রণনীতি নিয়ে চর্চা হয়েছে বৈঠকে। এই মুহূর্তে রাজ্য জুড়েই চলছে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী কাজ। বিধায়কদের এ নিয়েই তৎপর হতে নির্দেশ রয়েছে।বর্তমান বিধায়কদের কেন্দ্র ধরে প্রতি বুথে নজরদারিতেও গুরুত্ব আরোপ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত