বেপরোয়া গতির লাগাম টানতে পথে ট্রাফিক পুলিশ
কাঁথি, ১২ নভেম্বর (হি.স.) : বেপরোয়া গতির লাগাম টানতে পথে ট্রাফিক পুলিশ। দিঘা–নন্দকুমার জাতীয় সড়কে লেজার স্পিড গানে নজরদারি, চিহ্নিত একাধিক গাড়ি। পূর্ব মেদিনীপুরের মারিশদা সড়কে বাড়ছে দুর্ঘটনা, আর সেই কারণেই এবার কঠোর পদক্ষেপে নামল জেলা ট্রাফিক পুল
বেপরোয়া গতির লাগাম টানতে পথে ট্রাফিক পুলিশ


কাঁথি, ১২ নভেম্বর (হি.স.) : বেপরোয়া গতির লাগাম টানতে পথে ট্রাফিক পুলিশ। দিঘা–নন্দকুমার জাতীয় সড়কে লেজার স্পিড গানে নজরদারি, চিহ্নিত একাধিক গাড়ি।

পূর্ব মেদিনীপুরের মারিশদা সড়কে বাড়ছে দুর্ঘটনা, আর সেই কারণেই এবার কঠোর পদক্ষেপে নামল জেলা ট্রাফিক পুলিশ। বুধবার বিকেলে দিঘা–নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের তেলিপুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ নজরদারি অভিযান চালায় ট্রাফিক বিভাগের আধিকারিকেরা।

এদিন আধুনিক লেজার স্পিড গান ও স্পিড মিটার বসিয়ে রাস্তা দিয়ে ছুটে চলা প্রতিটি গাড়ির গতিবেগ মাপা হয়। অতিরিক্ত গতিতে চলা একাধিক গাড়িকে চিহ্নিত করে কেশ দেয় পুলিশ। উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই সড়ক পথে একাধিক দুর্ঘটনা ঘটেছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার মূল কারণ বেপরোয়া গতি। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা রোধে এই অভিযান শুরু করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানান, “এই বিশেষ অভিযান কেবল একদিনের নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে এমন নজরদারি। আমাদের লক্ষ্য— সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।”

স্থানীয় বাসিন্দাদের মতে, এই পদক্ষেপ খুবই প্রয়োজনীয়। তাদের কথায়, “দিঘা যাওয়ার পথে গাড়িগুলির গতি ভয়ঙ্কর মাত্রায় বেড়ে যায়। পুলিশ যদি নিয়মিত নজরদারি চালায়, তাহলে দুর্ঘটনা অনেকটাই কমবে।”

ট্রাফিক পুলিশ সূত্রে আরও জানা গেছে, প্রয়োজনে ভবিষ্যতে এই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা ও স্বয়ংক্রিয় স্পিড মনিটরিং সিস্টেম বসানোর পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে, বেপরোয়া গতির লাগাম টানতে পথে নেমে সক্রিয় ট্রাফিক পুলিশ— সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে আশার সঞ্চার।

হিন্দুস্থান সমাচার / জুলফিকার আলি




 

 rajesh pande