
জলপাইগুড়ি, ১২ নভেম্বর (হি.স.): বিন্নাগুড়িতে মিলল এক হাতির দেহ। বুধবার ওই হাতিটিকে মাটিতে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখায়। খবর পেয়ে বনকর্মী ও পশু চিকিৎসকের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। প্রাথমিক ভাবে হাতিটির মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। বন দফতর সূত্রে খবর, ময়না তদন্তের পরেই জানা যাবে কী ভাবে হাতিটির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় প্রায়ই হাতির আনাগোনা দেখা যায়। বন দফতর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তরবঙ্গে হাতিদের যত গুলি করিডর রয়েছে তার মধ্যে এই করিডরটি অন্যতম। তাই মাঝে মধ্যেই হাতির দল কখনও রেতির জঙ্গল, কখনও ডায়নার জঙ্গল, আবার কখনও মরাঘাট জঙ্গলে যাবার সময় এখানে চলে আসে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ