
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): দিল্লি বিমানবন্দরে বোমাতঙ্কের জেরে চাঞ্চল্য ছড়ালো। বুধবার বিকেল ৪টে নাগাদ দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ৩-এ বোমার বিষয়ে খবর পায় দমকল বাহিনী। তবে ঘটনাস্থল তদন্ত করে তদন্তকারীরা জানতে পারেন, এটি ভুয়ো। ইন্ডিগোর অভিযোগ, পোর্টালে ইমেলটি পাওয়া গেছে। এতে দিল্লি, চেন্নাই এবং গোয়া-সহ আরও বেশ কয়েকটি বিমানবন্দরের কথা উল্লেখ করা হয়েছে। তথ্যের পর, সমস্ত স্থানে সতর্কতামূলক তল্লাশি চালানো হয়েছে।
অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মুখপাত্র জানান, আমাদের বারাণসীগামী একটি বিমানে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। প্রোটোকল অনুসারে, সরকার-নিযুক্ত মূল্যায়ন কমিটিকে তাৎক্ষণিকভাবে সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় সমস্ত নিরাপত্তা প্রক্রিয়া তাৎক্ষণিকভাবে শুরু করা হয়েছিল। ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয়েছে। সমস্ত বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হওয়ার পরে বিমানটি উড়ানের জন্য ছেড়ে দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা