

সোনাপুর (অসম), ১২ নভেম্বর (হি.স.) : ঘাস-লতাপাতার দড়ি কেটে গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরের পাথরকুচিতে সনোয়াল ভবন-এর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা।
অসম সরকারের জনজাতি পরিক্ৰমা তহবিলের ৭ কোটি ৩ লক্ষ টাকায় নিৰ্মাণ করা হয়েছে সনোয়াল ভবন। নবনিৰ্মিত সনোয়াল ভবন উদ্বোধনে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন সমতল জনজাতি পরিক্ৰমা তথা শিক্ষামন্ত্ৰী ডা. রণোজ পেগু, সনোয়াল কছাড়ি স্বায়ত্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনিবাহী সদস্য টংকেশ্বর সনোয়াল, বিধায়ক অতুল বরা সহ সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বেশ কয়েকজন নেতা এবং বিভাগীয় আধিকারিক ও কর্মচারীগণ।
আজ এই অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্ৰী ড. শর্মা জনজাতীয় গৌরব বৰ্ষ পক্ষের অংশস্বরূপ বীর বিরসা মুণ্ডা এবং কয়েকজন জনজাতিভুক্ত স্বাধীনতা সংগ্রামীকে শ্ৰদ্ধা নিবেদন করেছেন। অনুষ্ঠানস্থলে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মাকে পরম্পরাগত কৃষ্টি-সাংস্কৃতিক দলের শিল্পীরা নৃত্য-গানে উষ্ণ স্বাগত জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস