
কলকাতা, ১২ নভেম্বর (হি. স.) : দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিনেই শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান যে, - কিংবদন্তী সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই অন্তরের শ্রদ্ধা। তাঁর কালজয়ী রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক গান বাংলা সঙ্গীতের অমূল্য সম্পদ। মহালয়ার ভোরে তা়র কন্ঠের জাগো দুর্গা বাংলার চিরজনীন আবেগ।
উল্লেখ্য, বিশিষ্ট সুরকার ও গায়ক দ্বিজেন মুখোপাধ্যায় এর সঙ্গীত জীবন গত ছয় দশক ধরেই বিস্তৃত। রবীন্দ্রসঙ্গীত, বাংলা মৌলিক গান ও বাংলা এবং হিন্দি চলচ্চিত্রে গানের দক্ষ শিল্পী ছিলেন তিনি। ১৫০০ এর ও বেশি গান রেকর্ড করেছেন। যার মধ্যেই প্রায় ৮০০ টি রবি ঠাকুরের গান। তিনি অনেক বাংলা চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। জনপ্রিয় বাংলা মৌলিক গানে সুর সংযোজন করেছেন। প্রসঙ্গত, দ্বিজেন মুখোপাধ্যায়কে বাংলা এবং হিন্দি চলচ্চিত্র সঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশিষ্ট চলচ্চিত্র - সঙ্গীত সুরকার সলিল চৌধুরী।
উল্লেখ্য, পদ্মভূষণ পুরস্কার ছাড়াও জিতেছেন তিনি যথাক্রমে - রবীন্দ্র সঙ্গীতের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার (২০১০), রাজ্য সরকারের তরফেও বঙ্গবিভূষণ (২০১১) লাভ করেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত