বাল্যবিবাহ, নগাঁওয়ের মাহগুড়ি গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর পদ বাতিল
নগাঁও (অসম), ১২ নভেম্বর (হি.স.) : বাল্যবিবাহের অভিযোগে নগাঁও জেলার অন্তর্গত জুরিয়ার মাহগুড়ি গ্ৰাম পঞ্চায়েতের সভানেত্ৰীর পদ বাতিল করেছেন জেলাশাসক| জানা গেছে, নগাঁও জেলার জুরিয়া উন্নয়ন খণ্ডের অন্তৰ্গত মাহগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের সদস্
বাল্যবিবাহ, নগাঁওয়ের মাহগুড়ি গ্রাম পঞ্চায়েত সভানেত্রীর পদ বাতিল


নগাঁও (অসম), ১২ নভেম্বর (হি.স.) : বাল্যবিবাহের অভিযোগে নগাঁও জেলার অন্তর্গত জুরিয়ার মাহগুড়ি গ্ৰাম পঞ্চায়েতের সভানেত্ৰীর পদ বাতিল করেছেন জেলাশাসক|

জানা গেছে, নগাঁও জেলার জুরিয়া উন্নয়ন খণ্ডের অন্তৰ্গত মাহগুড়ি গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে বাল্যবিবাহের অভিযোগ ছিল। উত্থাপিত অভিযোগের তদন্ত-রিপোর্ট পেয়ে আজ বুধবার ফরিদা ইয়াসমিনের সদস্য-পদ বাতিল করে দিয়েছেন জেলাশাসক।

উল্লেখ্য, গত গ্রাম পঞ্চায়ত নিৰ্বাচনে সদস্য পদে নিৰ্বাচিত হয়ে মাহগুড়ি গ্ৰামে পঞ্চায়তের সভানেত্ৰীর পদ দখল করেছিলেন ফরিদা ইয়াসমিন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande