বিরোধীদের কাছে কোনও বিষয় নেই, এসআইআর প্রসঙ্গে দিলীপ ঘোষ
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): এসআইআর প্রসঙ্গে ফের বিরোধীদের আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার কটাক্ষ করে তিনি বলেন, বিরোধীদের কাছে কোনও বিষয় নেই। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এর আগে ১২ বার এসআইআর করা হয়েছে। বিরোধীদের
দিলীপ ঘোষ


কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): এসআইআর প্রসঙ্গে ফের বিরোধীদের আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার কটাক্ষ করে তিনি বলেন, বিরোধীদের কাছে কোনও বিষয় নেই। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এর আগে ১২ বার এসআইআর করা হয়েছে। বিরোধীদের কোনও বিষয় নেই। তাঁরা নির্বাচনে হেরে যাচ্ছে, তাই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে এবং আদালতকেও এতে টেনে আনার চেষ্টা করছে।

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা আভাস দিয়েছে, বিহারে এবার ফিরছে এনডিএ সরকার। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিহার একটি প্রতিবেশী রাজ্য (পশ্চিমবঙ্গের) এবং নীতীশ কুমারের একটি বিশ্বাসযোগ্য ভাবমূর্তি রয়েছে। যদি বিহার নির্বাচনে এনডিএ জয়লাভ করে, তাহলে তা বাংলায় বিজেপিকেও সাহায্য করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande