
গঙ্গাসাগর, ১২ নভেম্বর (হি.স.) : বিশ্ব উষ্ণায়ন ও সমুদ্রের গ্রাস থেকে ঐতিহাসিক গঙ্গাসাগর সমুদ্র সৈকতকে স্থায়ীভাবে রক্ষা করার লক্ষ্যে এবার হাত বাংলার সঙ্গে হাত মেলাচ্ছে নেদারল্যান্ডস। বুধবার সকালে ডাচ বিশেষজ্ঞদের একটি উচ্চ পর্যায়ের-প্রতিনিধি দল সাগরের উপকূলীয় সুরক্ষার কাজ সরেজমিনে খতিয়ে দেখতে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে পরিদর্শনে আসে। সমুদ্র এবং নদী বাঁধ সুরক্ষায় বিশ্বজুড়ে পরিচিত নেদারল্যান্ডসের এই সফর স্থানীয় প্রশাসনে এক নতুন আশার সঞ্চার করেছে।
ডাচ টিম যখন সাগর সৈকতে পৌঁছায়, তখন তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান স্থানীয় প্রশাসন। গঙ্গাসাগরের জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি স্বপন কুমার প্রধান মহাশয় প্রতিনিধি দলকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।স্বপন কুমার প্রধান ব্যক্তিগতভাবে পুরো পরিদর্শনের সময় তাঁদের সঙ্গে ছিলেন এবং উপকূলের বর্তমান চ্যালেঞ্জ ও স্থায়ী সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বিশেষজ্ঞ দলকে সর্বতোভাবে সাহায্য করেন।
সূত্রের খবর, নেদারল্যান্ডসের বিশেষজ্ঞরা সমুদ্রের ক্ষয়রোধ এবং সৈকতের দীর্ঘমেয়াদী সুরক্ষার জন্য অত্যাধুনিক ডাচ প্রযুক্তির প্রয়োগ নিয়ে আলোচনা করেছেন। এই পরিদর্শনের মাধ্যমে গঙ্গাসাগরের মতো গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা শুরু হলো, যা ভবিষ্যতে এই অঞ্চলের স্থায়ী সুরক্ষায় এক বিরাট চমক হিসেবে প্রমাণিত হতে পারে। দিনের পর দিন সাগর দ্বীপে কপিলমুনির মন্দিরের সামনের সমুদ্র সৈকতে ভাঙন চলছে। সামনেই গঙ্গাসাগর মেলা, তার আগেই এই ডাচ প্রতিনিধি দলের আগমনে আশার আলো ফুটেছে এলাকার সাধারণ মানুষের মনে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা