
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের এই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন এসআইআর-এর সময় বিজেপিকে সাহায্য করছে এবং তাদের পক্ষ নিচ্ছে, বুথে তাদের কোনও কর্তৃত্ব নেই এমন লোকদের স্থান দিচ্ছে এবং অন্যান্য জায়গা থেকে ব্যক্তিদের নিয়ে আসছে। নির্বাচন কমিশন এটিকে সমর্থন করেছে; তারা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।
উল্লেখ্য, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণা হওয়ার পর থেকেই এসআইআর-এর বিরুদ্ধে সরব তৃণমূল। এবার নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি