
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): গ্রেফতার হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দল থেকে ছেঁটে ফেলেছিল তৃণমূল। কেড়ে নেওয়া হয়েছিল তাঁর মন্ত্রিত্ব। জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলেরাও দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন। তবে তাঁদের বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ করা হয়নি। তা সত্বেও কারামুক্তির পরদিনই বললেন, “দল আমার সঙ্গে না থাকলেও আমি কিন্তু এখনও দলের সঙ্গে আছি।’’
তাঁর নাম নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়ানোর পরেই এত কড়া পদক্ষেপ নিয়ে দলের উপর কি ক্ষোভ আছে? এই প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, ‘‘তৃণমূল আমার দল নয়, এটা কে বলল?” তৃণমূলের কঠিন সময়ে তিনি দলের পাশে ছিলেন, দাবি করে পুরনো স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘‘দলের সঙ্কটকালে শুধু নয়, দলকে ক্ষমতায় আনার নেপথ্যে আমি ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, আমি ভিতরে। সুব্রত বক্সী সঙ্গে থাকত তখন। আর ক’টা লোক ছিল?’’
পার্থবাবুর দাবি, দলের তরফে তাঁকে সাসপেন্ড করার বিষয়ে কিছু জানানোই হয়নি। সে খবর তিনি পেয়েছেন ইডি হেফাজতে থাকাকালীন কেন্দ্রীয় আধিকারিকদের কাছ থেকে। তাঁর কথায়, ‘‘আমি তখন জেলে ছিলাম না। ইডি হেফাজতে ছিলাম। ইডি আধিকারিকেরা এসে বললেন, ‘আপনাকে তো দল সাসপেন্ড করে দিয়েছে। মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে। এর পরেও চুপ করে থাকবেন?’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত