
বীরভূম, ১২ নভেম্বর (হি.স.): দিল্লি বিস্ফোরণের জের। বাংলাজুড়ে জারি সতর্কতা। চলছে নাকাতল্লাশি এবং নজরদারি। তেমনই মঙ্গলবার রাতে নাকাতল্লাশি চলাকালীনই ঝাড়খণ্ডের দিক থেকে আসা বিস্ফোরক ভর্তি পিকআপ ভ্যান আটক করল বীরভূম পুলিশ।
নাকাতল্লাশি চলাকালীন ঝাড়খণ্ড থেকে বীরভূম আসার পথে নলহাটিতে ধরা পড়ল বিস্ফোরক ভর্তি একটি পিক আপ ভ্যান। মঙ্গলবার রাতে নলহাটির সুলতানপুরের রাস্তায় নলহাটি থানার সঙ্কেতপুরের কাছে গাড়িটি ধরা পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে পাকুড় থানার সঙ্গে যোগাযোগ করে নাকা চেকিংয়ে এই পিকআপ ভ্যানটিকে আটকায় বীরভূম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটিতে কুড়ি হাজার জিলেটিন স্টিক ছিল। বিস্ফোরক ভর্তি পিকআপ ভ্যানটিকে আটক করে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় নারায়ণ ঘোষ নামে গাড়ির সঙ্গে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বাড়ি নলহাটি থানার জয়পুর। কী কারণে এবং কোথা থেকে ওই বিস্ফোরকগুলি আনা হচ্ছিল পুলিশ তদন্ত চালাচ্ছে।
উল্লেখ্য, বীরভূমের পাথর শিল্পাঞ্চলে পাথর বিস্ফোরণের কাজে ব্যবহৃত হয় জিলেটিন স্টিক। তবে এই বিপুল জিলেটিন স্টিক পাথর খাদানে ব্যবহারের জন্যই আনা হচ্ছিল নাকি অন্য কোনও কারণ ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ