
দক্ষিণ দিনাজপুর, ১২ নভেম্বর (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলায় ব্যাঙ্কে আগুন। আর তার জেরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের খাঁ-পুর শাখায়। বুধবার আগুন লেগে আতঙ্ক ছড়ায় ওই ব্যাঙ্কে।
বুধবার সকালে ওই ঘটনার খবর পেয়ে বালুরঘাট থেকে দমকলের দুটি ইঞ্জিন যায়। প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। কিছু নথি ও কম্পিউটার পুড়ে গিয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে খবর। তবে ব্যাঙ্কের ভল্ট অক্ষত রয়েছে বলে ব্যাঙ্ক সূত্রে দাবি করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে হিসেব-নিকেশ চলছে। কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে খবর। এই ঘটনায় ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ