গারুলিয়ায় এসআইআর আতঙ্কে টোটোচালকের আত্মহত্যা, কারণ নিয়ে রাজনৈতিক তরজা
গারুলিয়া, ১২ নভেম্বর ( হি. স.):- গারুলিয়ার সোদলাট্যাঙ্ক রোড এলাকায় চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ বছর বয়সি টোটোচালক সুমন মজুমদারের ঝুলন্ত দেহ। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
গারুলিয়া মৃত্যু


গারুলিয়া, ১২ নভেম্বর ( হি. স.):- গারুলিয়ার সোদলাট্যাঙ্ক রোড এলাকায় চাঞ্চল্যকর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় ৩২ বছর বয়সি টোটোচালক সুমন মজুমদারের ঝুলন্ত দেহ। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের মা দীপা মজুমদার জানান, সম্প্রতি এসআইআর সংক্রান্ত ভয় ও চাপে মানসিক অবসাদে ভুগছিলেন তাঁর ছেলে।পরিবারের দাবি, সুমন এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন। একই দাবি তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা পঙ্কজ দাসও। তবে পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা প্রিয়াংগু পান্ডে। তাঁর বক্তব্য, সুমন ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পারায় মানসিক চাপে আত্মহত্যা করেছেন, এস.আই.আর আতঙ্কের সঙ্গে ঘটনার কোনও সম্পর্ক নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আত্মহত্যার পেছনে ব্যক্তিগত না কি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়রা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande