কান্দিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, আহত একাধিক
মুর্শিদাবাদ, ১২ নভেম্বর (হি.স.): মুর্শিদাবাদের কান্দিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আর তাতেই দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ি। দগ্ধ হয় শিশু
কান্দিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, আহত একাধিক


মুর্শিদাবাদ, ১২ নভেম্বর (হি.স.): মুর্শিদাবাদের কান্দিতে গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে। এই ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।

রান্নার সময় আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আর তাতেই দাউদাউ করে জ্বলে ওঠে বাড়ি। দগ্ধ হয় শিশু-সহ পরিবারের ৫ সদস্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের কান্দিতে। ইতিমধ্যেই অগ্নিদগ্ধদের পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সূত্রের খবর, তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার রামেশ্বরপুরের বাসিন্দা ডালিম শেখ। স্ত্রী, সন্তানদের নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। অন্য়ান্য দিনের মতোই এদিন তাঁর স্ত্রী রাজিয়া বিবি রান্না করছিলেন। সেই সময়ই আচমকা বিকট শব্দ। গ্যাস সিলিন্ডার ফেটে দাউদাউ করে রান্নাঘরে জ্বলে ওঠে আগুন। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। একে অপরকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন পরিবারের সব সদস্যই। প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে ও দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দমকল আধিকারিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande