
কান্দি, ১২ নভেম্বর ( হি. স.):- মুর্শিদাবাদের কান্দির গোকর্ণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চাঞ্চল্য। বুধবার দুপুরে গোকর্ণের রামেশ্বরপুর এলাকায় ডালিম শেখের বাড়িতে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। ঘটনায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন ছয়জন। আহতদের মধ্যে রয়েছেন আল্লাদী বিবি, রুলি বিবি, নুরজাহান খাতুন, আফরিন পারভীন (৩), আনিসুর শেখ ও রিজবা বিবি।প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং আহতদের উদ্ধার করে গোকর্ণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিন বছরের আফরিন পারভীনের। বাকি পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল ও পুলিশ। প্রাথমিক অনুমান, সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস লিক হওয়ায় এই বিস্ফোরণ ঘটে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে কান্দি থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়