
গোসাবা , ১২ নভেম্বর (হি.স.) : ইতস্তত ভাবে গোসাবা বাজারে বিগত সোমবার সকালে ঘুরে বেড়াচ্ছিলেন অজ্ঞাত পরিচয়ের এক মহিলা। আনুমানিক ৭০ বছরের ওই বৃদ্ধাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে স্থানীয়রা নাম, ঠিকানা জানার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই তা জানা সম্ভব হয় না। স্থানীয়রাই খবর দেন গোসাবা থানায়। পুলিশ এসেও মহিলার সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে নাম, পরিচয় জানার চেষ্টা করেন। কিন্তু সম্ভব হয়নি।
গোসাবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ত্রিদিব মল্লিক এক অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনার তদন্তে নামেন। জানা যায় যে ওই মহিলার নাম তারা বাঈ, বাড়ি মধ্যপ্রদেশের ভোপালে। সেখানে যোগাযোগ করেন পুলিশ। খোঁজ মেলে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধার পরিবারের। মহিলা অসুস্থ থাকায় তাঁকে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে পুলিশ। বুধবার পরিবারের সদস্যরা এসে পৌঁছন গোসাবায়। তাঁর নাতি ও ভাইপোর পরিচয় যাচাই করে তাঁদের হাতে বৃদ্ধাকে হস্তান্তর করে পুলিশ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃদ্ধা মানসিক রোগে আক্রান্ত। দু বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। অবশেষে তাঁর খোঁজ মেলায় খুশি পরিবারের সদস্যরা।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা