ইডেন টেস্টের আগে কড়া ট্রাফিক নির্দেশিকা, ময়দান চত্বরে যান চলাচলে বিধিনিষেধ
কলকাতা, ১২ নভেম্বর ( হি. স.):- শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। প্রায় ছয় বছর পর ফের টেস্টের আসর বসছে ইডেনে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ম্যাচ চলাকালীন দুই দলের
যান চলাচল বিধি নিষেধ


কলকাতা, ১২ নভেম্বর ( হি. স.):- শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। প্রায় ছয় বছর পর ফের টেস্টের আসর বসছে ইডেনে। দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর থেকেই শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ম্যাচ চলাকালীন দুই দলের যাতায়াতে বিশেষ নিরাপত্তা থাকবে। পাশাপাশি, কলকাতা পুলিশ জারি করেছে ট্রাফিক নির্দেশিকা। ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত ময়দান ও ইডেন সংলগ্ন এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। তবে স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকের রাস্তা খোলা থাকবে।ভিক্টোরিয়া মেমোরিয়াল ও আশপাশের রাস্তায়ও থাকবে যান চলাচলে নিষেধাজ্ঞা। ক্ষুদিরাম বসু রোড, গোষ্ঠ পাল সরণি, নর্থ ব্রুক অ্যাভিনিউতে বন্ধ থাকবে যান চলাচল। পাঁচদিন রাস্তায় কোথাও গাড়ি পার্ক করা যাবে না। দক্ষিণ কলকাতা থেকে আসা বাস ও মিনি বাস ঘুরিয়ে দেওয়া হবে রাসমণি অ্যাভিনিউ, গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট হয়ে বিবাদী বাগের দিকে। একইভাবে, উত্তর দিক থেকে আসা গাড়ির জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে। ট্রাফিক পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে নির্দেশিকায় পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande