“সেতু এলে তা কী ভাবে পেরোতে হবে, আমি জানি’’, মৃদু হুঁশিয়ারি পার্থর
কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): ‘‘ফিরিয়ে না নিলে না নেবে। সেতু এলে তা কী ভাবে পেরোতে হবে, আমি জানি।’’ দল ফিরিয়ে না নিলে কী করবেন? ভবিষ্যৎ কী? বুধবার এই প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওপরের মন্তব্য করেন। সেই সঙ্গে ত
“সেতু এলে তা কী ভাবে পেরোতে হবে, আমি জানি’’, মৃদু হুঁশিয়ারি পার্থর


কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): ‘‘ফিরিয়ে না নিলে না নেবে। সেতু এলে তা কী ভাবে পেরোতে হবে, আমি জানি।’’ দল ফিরিয়ে না নিলে কী করবেন? ভবিষ্যৎ কী? বুধবার এই প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ওপরের মন্তব্য করেন।

সেই সঙ্গে তিনি বলেন, “আমি কিন্তু দলের কোনও বিরুদ্ধাচারণ করিনি।’’ দলের কারও সঙ্গে কোনও যোগাযোগ নেই, জানিয়েছেন ।

তাঁর জবাব, এই পরিণতির জন্যেও নিজেকেই দায়ী করে তিনি বলেন, ‘‘আমি এবং আমার আনুগত্য এই পরিস্থিতির জন্য দায়ী। আর কেউ নয়।’’

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পার্থবাবুর এইসব মন্তব্য যে কোনও মূল্যে দলে ঢুকে ফের আগের মতো গুরুত্বপূর্ণ নেতা হওয়ার চেষ্টার নামান্তর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande