
মুর্শিদাবাদ, ১২ নভেম্বর ( হি. স.):- দিল্লিতে সাম্প্রতিক বিস্ফোরণ ঘটনার সূত্র ধরে মুর্শিদাবাদে অভিযান চালাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। জানা গিয়েছে, বুধবার সকালেই এনআইএর একটি দল নবগ্রাম থানার নিমগ্রামে পৌঁছে মইনুল হাসানের বাড়িতে তল্লাশি চালায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করার সময় এক বাংলাদেশির সঙ্গে একই বাসায় থাকতেন মইনুল। ওই ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ থেকেই সন্দেহের সূত্রপাত। তদন্তে উঠে এসেছে, সেই সময়ে মইনুলের সঙ্গে কিছু জঙ্গি সংগঠনের সদস্যদের যোগাযোগও হয়েছিল। দিল্লি বিস্ফোরণ ঘটনার পর মইনুলের মোবাইল নম্বর সন্দেহভাজনদের যোগাযোগ তালিকায় পাওয়া যায়। সেই সূত্র ধরেই এনআইএর তদন্তকারী দল বুধবার তার বাড়িতে তল্লাশি চালায়। মইনুলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায়ও তদন্তকারী আধিকারিকরা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। তদন্তের স্বার্থে এনআইএর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়