
কুমামোটো (জাপান), ১২ নভেম্বর (হি.স.) : বুধবার কুমামোটো সিটিতে অনুষ্ঠিত জাপান মাস্টার্স, একটি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টের দ্বিতীয় রাউন্ডে ভারতের লক্ষ্য সেন উন্নীত হয়েছেন।
সপ্তম বাছাই লক্ষ্য সেন ৩৯ মিনিটে বিশ্বের ২৬ নম্বর খেলোয়াড় কোকি ওয়াতানাবেকে ২১-১২, ২১-১৬ গেমে পরাজিত করেন। কোয়ার্টার ফাইনালে স্থান পাওয়ার জন্য ভারতীয় খেলোয়াড়কে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত কানাডার ভিক্টর লাই অথবা সিঙ্গাপুরের জিয়া হেং জেসন তেহের মুখোমুখি হতে হবে।
কিরণ জর্জ মালয়েশিয়ার কোক জিং হং-এর কাছে ২০-২২, ১০-২১ ব্যবধানে হেরেছেন। দিনের শেষে, এইচএস প্রণয়, আয়ুশ শেঠি এবং থারুন মান্নেপল্লিও পুরুষদের এককের প্রথম রাউন্ডে খেলবেন। মিশ্র দ্বৈতে, রোহন কাপুর এবং রুথভিকা গাড্ডে চারটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে অবশেষে আমেরিকান প্রিসলি স্মিথ এবং জেনি গাইয়ের কাছে ১২-২১, ২১-১৯, ২০-২২ হারেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি