
কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)৷ এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়৷
উচু ক্লাসে না পড়িয়ে শুধু অভিজ্ঞতার জন্য ১০ নম্বর? নবম-দশম ক্লাসে শিক্ষকতা করা প্রার্থীদের একাদশ-দ্বাদশের জন্য কেন ১০ নম্বর? এই মর্মে মঙ্গলবারই দায়ের হয়েছিল মামলা। মামলাকারীর আবেদনের গুরুত্ব বুঝে সেই মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিনহা। আজই ছিল তার শুনানি। নবম দশমের শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য কেন ১০ নম্বর পাবেন? কীসের অভিজ্ঞতা? কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়।
এই মামলায় আপাতত কোনও নির্দেশ দিলেন না বিচারপতি অমৃতা সিনহা৷ মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ আগামী ২৬ নভেম্বর তার শুনানি৷ শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, তা দেখার পর হাইকোর্টে মামলার শুনানি হবে, জানিয়েছেন বিচারপতি৷
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত