
মুম্বই, ১২ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে আন্তর্জাতিক সোনা পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে সাফল্য পেল রাজস্ব দফতর (ডিআরআই)।এই বিশেষ অভিযানে প্রায় ১৫ কোটি টাকার সোনা ও রুপো বাজেয়াপ্ত হয়েছে এবং দুষ্কতীদের চাঁই সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই অভিযানে এমন এক সংঘবদ্ধ চক্রের পর্দাফাঁস হয়েছে, যারা বিদেশ থেকে সোনা চোরাপথে এনে মুম্বইয়ে গোপনে তা গলিয়ে ফের সেগুলো বেআইনিভাবে বিক্রি করত। এই অভিযানে উদ্ধার হয়েছে ২৪ ক্যারেটের ১১.৮৮ কিলোগ্রাম সোনা যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫.০৫ কোটি টাকা। এছাড়াও ৮.৭২ কিলোগ্রাম রুপো উদ্ধার হয়েছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩.১৭ লক্ষ টাকা।
বুধবার ডিআরআই-এর এক আধিকারিক জানিয়েছেন, ধৃত ১১ জনের মধ্যে রয়েছে দুষ্কতীদের চাঁই। সে আগেও পাচারের মামলায় জড়িত ছিল। তার সঙ্গে ধরা পড়েছে তার বাবা, এক ম্যানেজার, চার পাচারকারী, এক হিসাবরক্ষক এবং তিনজন ডেলিভারি কর্মী। আদালতে তোলা হলে সকলকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য