পড়ুয়াদের মানসিক সুস্থতা নিয়ে শিক্ষাশিবির রাঘবপুর সেন্ট জেভিয়ার্সে
কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সমিতির (SXCCAA) মহিলা ফোরাম, সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত) ও রাঘবপুর ক্যাম্পাসের সহযোগিতায়, ‘কলেজ জীবনকে লক্ষ্য করা’ শীর্ষক একটি অন্তর্দৃষ্টিপূর্ণ সেমিনার সফলভাবে আয়োজ
একাডেমিক ব্লক টু-এর নতুন অডিটোরিয়ামে অনুষ্ঠান


কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা) প্রাক্তনী সমিতির (SXCCAA) মহিলা ফোরাম, সেন্ট জেভিয়ার্স কলেজ (স্বায়ত্তশাসিত) ও রাঘবপুর ক্যাম্পাসের সহযোগিতায়, ‘কলেজ জীবনকে লক্ষ্য করা’ শীর্ষক একটি অন্তর্দৃষ্টিপূর্ণ সেমিনার সফলভাবে আয়োজন করে। মঙ্গলবার রাঘবপুর ক্যাম্পাসের একাডেমিক ব্লক টু-এর নতুন অডিটোরিয়ামে হয় এইঅনুষ্ঠান।

SXCCAA-এর সম্মানিয় সচিব সঞ্জীব

কোনার জানান, সংগঠনের অধ্যক্ষ ও সভাপতি এস.জে (সোসাইটি অফ জেসুইটস) রেভারেন্ড ফাদার ড. ডমিনিক স্যাভিও এবং রাঘবপুর ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল এস জে রেভারেন্ড ফাদার জনসন পাদিয়ারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

অধিবেশনটি পরিচালনা করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. গার্গী দাশগুপ্ত। তিনি শিক্ষার্থীদের পড়ার চাপের সমতা রাখা, প্রেরণা বজায় রাখা এবং মানসিক সুস্থতা সম্পর্কিত অর্থপূর্ণ আলোচনা করেন। প্রায় ১৮০ জন শিক্ষার্থী উৎসাহের সাথে এতে অংশ নেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande