
কেপটাউন, ১২ নভেম্বর (হি.স.) : দক্ষিণ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন করছে। এই সপ্তাহে লিওনেল মেসি এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বকাপজয়ী দলকে আকর্ষণ করার জন্য অ্যাঙ্গোলা শুক্রবার তাঁর জাতীয় দল এবং আর্জেন্টিনার মধ্যে একটি প্রদর্শনী খেলার আয়োজন করেছে। জানা গেছে যে এটির জন্য ১৩ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। খেলাটি অ্যাঙ্গোলার ১১ নভেম্বর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যা তাঁদের স্বাধীনতা দিবসের নামে নামকরণ করা হয়েছে।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মঙ্গলবার জানিয়েছে, আর্জেন্টিনার দল বৃহস্পতিবার অ্যাঙ্গোলায় পৌঁছাবে। রাজধানী লুয়ান্ডার রিপাবলিক স্কোয়ারে এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাঙ্গোলার উদযাপন শুরু হয়। যেখানে সৈন্যরা রাষ্ট্রপতি জোয়াও লরেঙ্কোর সামনে একটি বিশাল অ্যাঙ্গোলার পতাকা উত্তোলন করে। অ্যাঙ্গোলা ১৯৭৫ সালের ১১ নভেম্বর ঔপনিবেশিক শাসক পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু দ্রুতই এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে যার ফলে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ মানুষ নিহত হয় এবং শেষ পর্যন্ত যুদ্ধ ২০০২ সালে শেষ হয়। স্বাধীনতার পর থেকে তেলসমৃদ্ধ অ্যাঙ্গোলা একটি দল, পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অফ অ্যাঙ্গোলা, দ্বারা শাসিত হয়ে আসছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি