দিল্লিতে বিস্ফোরণে জেইএম-র হাত থাকতে পারে, বিশেষ দল গঠন এনআইএ-র
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): দিল্লিতে গাড়ি বিস্ফোরণের নেপথ্যে হাত থাকতে পারে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের। সমস্ত দিক থেকে এই বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ। এই বিস্ফোরণের তদন্তে বিশেষ দল গঠন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। লাল কেল্লার কা
দিল্লিতে বিস্ফোরণে জেইএম-র হাত থাকতে পারে, বিশেষ দল গঠন এনআইএ-এর


নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): দিল্লিতে গাড়ি বিস্ফোরণের নেপথ্যে হাত থাকতে পারে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের। সমস্ত দিক থেকে এই বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ। এই বিস্ফোরণের তদন্তে বিশেষ দল গঠন করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। লাল কেল্লার কাছে বিস্ফোরণের তদন্তে এনআইএ এডিজি বিজয় সাখারের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে, যার মধ্যে আইজি থেকে ডিএসপি স্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা থাকবেন। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক নির্ধারিত তদন্তে জম্মু ও কাশ্মীর, দিল্লি এবং হরিয়ানা পুলিশের সঙ্গে সমন্বয় করে জইশ মডিউল সম্পর্কিত সমস্ত মামলার ফাইল পর্যালোচনা করা হবে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬:৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি আই২০ গাড়ি বিস্ফোরণে বহু ব্যক্তি নিহত এবং আহত হন। আহতদের লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার আহতদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande