থিম্পুতে কালচক্র অভিষেকের উদ্বোধন প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার
থিম্পু, ১২ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ দিনের সফরে ভুটানে গিয়েছেন। সফরের দ্বিতীয় দিনে, বুধবার সকালে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক যৌথভাবে ''কালচক্র অভিষেক'
থিম্পুতে কালচক্র অভিষেকের উদ্বোধন প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার


থিম্পু, ১২ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ দিনের সফরে ভুটানে গিয়েছেন। সফরের দ্বিতীয় দিনে, বুধবার সকালে থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক যৌথভাবে 'কালচক্র অভিষেক'-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে ভুটানের নরেশ রাজা দ্রুক গ্যালপো জিগমে সিংয়ে ওয়াংচুকের সঙ্গেও দেখা করেন। তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা হয়। উল্লেখ্য, ২ দিনের সফরে মঙ্গলবার ভুটানে যান প্রধানমন্ত্রী মোদী। বুধবার সফরের দ্বিতীয় দিন। এই সফরে বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী মোদী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande