
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): ভুটান থেকে দেশে ফিরেই দিল্লির বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির এলএনজেপি হাসপাতালে গিয়ে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। তাঁদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
২ দিনের সফর সেরে বুধবার দুপুরেই দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী। এদিন দেশে ফিরেই বিমানবন্দর থেকে সোজা হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে মৃত ও আহত অনেকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি