‘কালো অধ্যায়ে’র স্মৃতি হাতড়ে কাটল মুক্ত পার্থর প্রথম রাত
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): প্রায় সাড়ে তিনবছর পর মঙ্গলবার রাতে নিজের বাড়িতে কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিনও শান্তির ঘুম হল না। বুধবার সকালে তিনি বলেন, “ঘুম হয়নি। অস্বস্তি হয়েছে সারারাত। চেয়ারেই ঘুমোনোর চেষ্টা করছিল
পার্থ চট্টেপাধ্যায়


কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): প্রায় সাড়ে তিনবছর পর মঙ্গলবার রাতে নিজের বাড়িতে কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে এদিনও শান্তির ঘুম হল না।

বুধবার সকালে তিনি বলেন, “ঘুম হয়নি। অস্বস্তি হয়েছে সারারাত। চেয়ারেই ঘুমোনোর চেষ্টা করছিলাম। কিন্তু হল না।” চেয়ারে ঘুম কেন? জবাব দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বললেন, “এতগুলো দিন তো জেলে চেয়ারে বসেই রাত কেটেছে। অভ্যেস…।” একথা বলতে গিয়েই চোখ ভরে উঠল জলে।

পার্থবাবু সাংবাদিককে জানান, জেলের মতোই সারারাত চেয়ারেই কাটে তাঁর। বন্দিদশার কথা স্মরণ করে এদিন ফের কেঁদে ফেলেন তিনি। বললেন, “মন্ত্রী হিসেবে সততার সঙ্গে কাজ করেছি সবসময়। হয়তো কখনও কোনও অন্যায় করেছিলাম…।”

২০২২ সালের জুলাই থেকে ২০২৫-এর নভেম্বর। প্রায় সাড়ে তিনবছর পর মুক্তির স্বাদ পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সংশোধনাগারের ঘুপচি ঘর, পুলিশ, হাতকড়া পর্ব পেরিয়ে অবশেষে মঙ্গলবার নাকতলার বাড়িতে ফেরেন তিনি। ঠাকুর প্রণাম সেরে, পরিবারের সদস্য, প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটান তিনি। কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গে। এতগুলো বছর পর ফের নিজের বাড়িতে রাত কাটালেন তিনি।

এদিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, তিনি মন্ত্রী থাকাকালীন সততার সঙ্গেই কাজ করেছেন। তিনি বলেন, “আমার জীবনের কালো সময় পেরিয়ে এলাম। নিশ্চয় কোনও অপরাধ বিগত দিনে করেছি। তাই মানুষের কাজ করতে গিয়ে…। তবে মন্ত্রী হিসেবে আমি সততার সঙ্গে কাজ করেছি।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande