বিধায়ক তহবিলের টাকা দলনেত্রীকে ফেরত দিয়ে দিতে চান পার্থ
কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): গত সাড়ে তিন বছরে জেলে থাকাকালীন তেমন কোনও কাজ করতে পারেননি বলে নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিয়ে দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। জানিয়েছেন, কিছু টাকা রেখে বাকিটা দলনেত্রীর হাতে তুলে দেবেন। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প
বিধায়ক তহবিলের টাকা দলনেত্রীকে ফেরত দিয়ে দিতে চান পার্থ


কলকাতা, ১২ নভেম্বর, (হি.স.): গত সাড়ে তিন বছরে জেলে থাকাকালীন তেমন কোনও কাজ করতে পারেননি বলে নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিয়ে দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। জানিয়েছেন, কিছু টাকা রেখে বাকিটা দলনেত্রীর হাতে তুলে দেবেন। অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। দাবি, পুরোটাই নিয়োগ দুর্নীতির টাকা। পার্থবাবু জেল থেকে বেরিয়ে সেই টাকার সঙ্গে নিজের যোগাযোগ অস্বীকার করেছেন। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আমার বাড়ি থেকে তো কোনও টাকা পাওয়া যায়নি। বান্ধবীর বাড়ি থেকে পেয়েছে। বান্ধবীই তার উত্তর দেবে।’’ অর্পিতার সঙ্গে যোগাযোগ আছে? পার্থবাবুর সংক্ষিপ্ত উত্তর, ‘‘না।’’ দুর্নীতি কি হয়েছিল? পার্থের কথায়, ‘‘কোনও দুর্নীতি হয়নি। আমি তো দীর্ঘ সময় শিক্ষামন্ত্রী পদে ছিলাম। তখন তো কেউ দুর্নীতির কথা বলেননি। ২০২১ সালে আমি সরে যাওয়ার পরেই কেন এত কিছু বলা হল? বেনিয়ম হতে পারে, কাজে ত্রুটি হতে পারে। কিন্তু তা দুর্নীতি নয়। এত কাজ করলাম, সকলে সব ভুলে গেল?’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande