অর্পিতাকে নিয়ে খোলামেলা স্বীকারোক্তি পার্থর
কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘বন্ধুত্ব’ নিয়ে কম জলঘোলা হয়নি। সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে সেই বিশেষ বন্ধুত্ব নিয়ে এ বার মুখ খুললেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ
পার্থ অর্পিতা


কলকাতা, ১২ নভেম্বর (হি.স.): অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘বন্ধুত্ব’ নিয়ে কম জলঘোলা হয়নি। সাড়ে তিন বছর পর জেল থেকে বেরিয়ে সেই বিশেষ বন্ধুত্ব নিয়ে এ বার মুখ খুললেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে ‘সদর্পে’ স্বীকার করলেন, অর্পিতা তাঁর বান্ধবী।

অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে, বলে অভিযোগ করেন পার্থবাবু। তাঁর দাবি, তাঁকে অসম্মান করা হয়েছে। পার্থবাবুর কথায়, ‘‘এক জন মহিলাকে অসম্মান করা তো খুব সহজ। এখানে সংবাদমাধ্যম রং চড়িয়ে তা করেছে। আমার স্ত্রী প্রয়াত। তার পরে কোনও মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান, সে ক্ষেত্রে কি কারও কোনও আপত্তি থাকতে পারে?

পার্থবাবু বলেন, “অর্পিতার পরিচয় তো শুধু আমার বান্ধবী নয়! সে অভিনেত্রী, ৩০-৩৫টি ওড়িয়া ছবিতে কাজ করেছে। দিনের পর দিন যে ভাবে তাঁকে অসম্মান করা হয়েছে, তা অন্যায়।’’ অর্পিতা প্রসঙ্গে তৃণমূলের অন্য নেতাদের কথাও উল্লেখ করেছেন পার্থ।

পার্থবাবু বলেন, ‘‘কারও দুটো বৌ থাকতে পারে, আর আমার একটা বান্ধবী থাকতে পারে না!’’ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উদাহরণও দিয়েছেন পার্থবাবু। উল্লেখ্য, স্ত্রী রত্নার সঙ্গে শোভনবাবুর আইনি প্রক্রিয়া মেনে এখনও বিবাহবিচ্ছেদ হয়নি। তবে তিনি থাকেন বান্ধবী বৈশাখীর সঙ্গেই। সম্প্রতি বান্ধবীকে নিয়ে শোভন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন।

বান্ধবীর প্রশ্নে পার্থবাবু তাই শোভন-বৈশাখীর নাম করেছেন। তাঁর কথায়, ‘‘যাঁর বৌ আছে, তাঁর বান্ধবী থাকলে আমার কেন থাকবে না?’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande