গাজিয়াবাদে কাজের স্থলে দুর্ঘটনায় সামসেরগঞ্জের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
সামসেরগঞ্জ, ১২ নভেম্বর ( হি. স.):-দিল্লির গাজিয়াবাদে নির্মাণকাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এক শ্রমিকের। মৃতের নাম বাসীর শেখ (৩৮)। বাড়ি সামসেরগঞ্জ থানার মধ্য চাচন্ড গ্রামে। প্রায় দেড় মাস আগে সংসারের অভাব মেটাতে রা
মর্মান্তিক মৃত্যু


সামসেরগঞ্জ, ১২ নভেম্বর ( হি. স.):-দিল্লির গাজিয়াবাদে নির্মাণকাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের এক শ্রমিকের। মৃতের নাম বাসীর শেখ (৩৮)। বাড়ি সামসেরগঞ্জ থানার মধ্য চাচন্ড গ্রামে। প্রায় দেড় মাস আগে সংসারের অভাব মেটাতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন গাজিয়াবাদে। মঙ্গলবার সকালে চারতলা ভবনের ঢালাই চলাকালীন হঠাৎই উপরের দিক থেকে ভারী ঢালাই মেশিন ভেঙে পড়ে তাঁর উপর। সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।এই মর্মান্তিক ঘটনায় বুধবার শোকের ছায়া নেমে এসেছে মধ্য চাচন্ড গ্রামে। বাসীর শেখের পরিবারে রয়েছেন স্ত্রী সাগিরা বিবি, দুই পুত্র ও এক কন্যা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যুতে দিশাহারা পরিজনরা। বুধবার সকালে মৃতের বাড়িতে উপস্থিত হন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরদৌসী খাতুন, প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, সুখ মোহাম্মদ ও আবু ওবায়দা বিন জাররাহ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান ও প্রশাসনের মাধ্যমে আর্থিক সহায়তার আশ্বাস দেন। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande