আলিমের পর ফাজিলেও রাজ্য মেধা তালিকায় দ্বিতীয় রাইহান
বাসন্তী , ১২ নভেম্বর (হি.স.) : মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর খেড়িয়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র রাইহান পিয়াদা। কুলতলির অম্বিকানগর এলাকার বাসিন্দা রাইহান আলিম পরীক্ষায় ও রাজ্যের মধ্যে
আলিমের পর ফাজিলেও রাজ্য মেধা তালিকায় দ্বিতীয় রাইহান


বাসন্তী , ১২ নভেম্বর (হি.স.) : মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করল দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর খেড়িয়া সিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র রাইহান পিয়াদা। কুলতলির অম্বিকানগর এলাকার বাসিন্দা রাইহান আলিম পরীক্ষায় ও রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। বুধবার ফাজিলের তৃতীয় সেমিস্টারের ফলাফল বের হয়। দেখা যায় সেখানে ২৪০ এর মধ্যে ২২২ নম্বর পেয়েছে রাইহান।

রাইহানের বাবা মহম্মদ নূর হোসেন পিয়াদা এই মাদ্রাসারই একজন শিক্ষক। ছোট থেকেই রাইহান যথেষ্ট মেধাবী। তিন ভাইয়ের মধ্যে সেই বড়। খেলাধূলার প্রতি তেমন টান নেই রাইহানের। দিনের মধ্যে ১০ ঘণ্টারও বেশি সময় সে পড়াশুনা করত। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। তাই এত দূরে প্রতিদিন মাদ্রাসায় যেতে পারতো না সে। বাড়িতেই একজন ইংরেজি গৃহ শিক্ষকের তত্ত্বাবধানে পড়াশুনা করত এবং বাকি বিষয় নিজের উদ্যোগে পড়াশুনা করত। তাঁর ইচ্ছে ইংরেজি অনার্স নিয়ে পড়াশুনা এগিয়ে নিয়ে যাওয়ার। পাশাপাশি ইউপিএসসি পরীক্ষায় বসে আইএএস অফিসার হওয়ার। রাইহান বলে, “ বাবাই মূলত গাইড করতেন আমায়। বাড়িতে দুই ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতাম। বাকি সময় পড়াশুনা নিয়ে থাকতাম। আমার লক্ষ্য আইএএস অফিসার হওয়া। তবে এখন ইংরেজি নিয়ে পড়াশুনা আরও চালিয়ে যেতে চাই।” তাঁর বাবা বলেন, “ ছেলের সাফল্যে আমি খুশি। ছোট থেকেই ও ভীষণ মেধাবী। আরও সফল হোক জীবনে এটাই চাওয়া।” রাইহানের মাদ্রাসার প্রধান শিক্ষক মঈনুল হক বলেন, “ আমরা ভীষণ খুশি রাইহানের এই সফলতায়। ছোট থেকেই ও ভীষণ মেধাবী। আলিম পরীক্ষায়ও রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিল ও। সেই জায়গা ও ধরে রেখেছে ফাজিলে।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande