দিল্লি বিস্ফোরণের পর বুধবার বাঁকুড়া স্টেশনে তল্লাশি রেল পুলিশের
বাঁকুড়া, ১২ নভেম্বর (হি.স.): দিল্লিতে বিস্ফোরণের পরে দেশের একাধিক শহরে নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার সকাল থেকে বাঁকুড়ায় আরপিএফ ও জিআরপির তরফে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে জোরদার তল্লাশি চালানো হয়। রেল সুরক্ষা ব
দিল্লি বিস্ফোরণের পর বুধবার বাঁকুড়া স্টেশনে তল্লাশি রেল পুলিশের


বাঁকুড়া, ১২ নভেম্বর (হি.স.): দিল্লিতে বিস্ফোরণের পরে দেশের একাধিক শহরে নজরদারি বাড়ানো হয়েছে। বুধবার সকাল থেকে বাঁকুড়ায় আরপিএফ ও জিআরপির তরফে বাঁকুড়া রেলওয়ে স্টেশনে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডকে সঙ্গে নিয়ে জোরদার তল্লাশি চালানো হয়। রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এর তরফে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ধারাবাহিক ভাবে এই অভিযান চলছে। একই সঙ্গে পার্কিং এরিয়ার উপর বিশেষ নজরদারি চালানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শুধু বাঁকুড়া রেলওয়ে স্টেশন নয়, দেশের বিভিন্ন রাজ্যের স্টেশনে রেল সুরক্ষা বাহিনী ও গভর্নমেন্ট রেল পুলিশ যৌথভাবে এই নিরাপত্তা অভিযান পরিচালনা করছে দিল্লিতে বিস্ফোরণের পর থেকেই। ট্রেন, প্ল্যাটফর্ম, অপেক্ষালয়, পার্সেল ও লাগেজ বিভাগ, সর্বত্র চলছে সূক্ষ্ম তল্লাশি ও কড়া নজরদারি। স্টেশনে প্রবেশ করা প্রতিটি গাড়িতে চলছে তল্লাশি। শুধু পুলিশ নয়, স্নিফার ডগ দিয়ে নাকা চেকিং করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও ট্রেনের সমস্ত কোচে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande