
গুয়াহাটি, ১২ নভেম্বর (হি.স.) : বিদ্যা ভারতীর যোজনা অনুসারে সমগ্ৰ দেশে চলমান মাতৃশক্তি জাগরণের প্ৰচেষ্টাস্বরূপ সপ্তশক্তি সংগম শীৰ্ষক এক কাৰ্যক্রম আজ বুধবার শংকরদেব শিশুনিকেতন মালিগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে। মোট ১৩০ জন মাতৃর উপস্থিতিতে প্রদীপ প্ৰজ্বলনের মাধ্যমে কার্যসূচির শুভারম্ভ হয়।
কার্যক্ৰমে বিদ্যা ভারতী অখিল ভারতীয় মন্ত্ৰী ডা. মধুশ্ৰী সঞ্জীব সাও, রাষ্ট্ৰ সেবিকা সমিতির উত্তর অসম প্ৰান্ত প্ৰচারিকা নিতা দেবী, ক্ষেত্ৰ বালিকা শিক্ষার সহ-সংযোজিকা কল্যাণী ঠাকুরিয়া, পূৰ্বোত্তর ক্ষেত্ৰ সপ্তশক্তি সংগমের সংযোজিকা ড. মিলনরানি জামাতিয়া, মাতৃ ভারতী পূৰ্বোত্তর ক্ষেত্ৰের সংযোজিকা অনিমা শৰ্মার উপস্থিতিতি অনুষ্ঠিত কার্যক্রমে সভানেত্ৰীর আসন অলঙ্কৃত করেন প্ৰান্ত সংস্কার কেন্দ্ৰপ্ৰমুখ পূৰ্ণকালীন কাৰ্যকর্ত্রী তনুজা কলিতা থাকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন প্ৰধান আচাৰ্য দীপা ছেত্ৰী এবং প্ৰাস্তাবিক ভাষণ দেন কল্যাণী ঠাকুরিয়া।
প্ৰচারপ্ৰমুখ মুকুটেশ্বর গোস্বামী জানান, ‘পরিবার প্ৰবোধন এবং পরিবেশ সম্বন্ধে ভারতীয় দৃষ্টিভঙ্গী’ বিষয়ের ওপর বক্তব্য পেশ করেছেন বিদ্যা ভারতীর অখিল ভারতীয় মন্ত্ৰী ডা. মধুশ্ৰী সঞ্জীব সাও। তিনি পরিবার এবং সন্তান-সন্ততির প্রতি একজন মায়ের আচার-ব্যবহার, তার প্ৰভাব কেমন হওয়া দরকার সে বিষয়ে উপস্থিত মায়েদের সামনে তুলে ধরেছেন।
রাষ্ট্ৰ সেবিকা সমিতির উত্তর অসম প্ৰান্ত প্ৰচারিকা নিতা দেবী ‘ভারতবৰ্ষের বিকাশে মহিলাদের অবদান’ শীৰ্ষক বিষয়ের ওপর সারগর্ভ বক্তব্য পেশ করেছেন। প্ৰাচীনকালে নারীর অবদান এবং একটি দেশকে উন্নতির শিখরে নিতে হলে, নারী তথা মহিলাদের যে উল্লেখযোগ্য অবদান দরকার, সে সব বিষয়ে নানা কাহিনি উপস্থাপন করে উপস্থিত মায়েদের অণুপ্রাণিত করেছেন।
বক্তৃতানুষ্ঠানের পর সমাজ এবং দেশের মঙ্গলার্থে অবদানকারী দুই মাতৃ জুবলি পোদ্দার বৈশ্য এবং পুরবী তালুকদারকে সম্মাননা প্ৰদান করা হয়। সংকল্প পাঠের মাধ্যমে এই কাৰ্যক্রমের সমাপ্তি ঘটেছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস