ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, ৫৯৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : বুধবার ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) তে সেনসেক্স ৫৯৫.১৯ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ৮৪,৪৬৬.৫১ এ বন্ধ হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) নিফটি ১৮০.৮৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে ২৫,৮৭৫.৮০
চাঙ্গা শেয়ার বাজার


নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : বুধবার ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) তে সেনসেক্স ৫৯৫.১৯ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে ৮৪,৪৬৬.৫১ এ বন্ধ হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) নিফটি ১৮০.৮৫ পয়েন্ট বা ০.৭০ শতাংশ বেড়ে ২৫,৮৭৫.৮০ এ বন্ধ হয়েছে।

এদিন টেক মাহিন্দ্রা, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি পোর্টস, টাইটান, ইটারনাল, এইচসিএল টেকনোলজিস, ইনফোসিস, বাজাজ ফিনসার্ভ, ট্রেন্ট, ভারতী এয়ারটেল, সান ফার্মাসিউটিক্যালস, বাজাজ ফাইন্যান্স, পাওয়ারগ্রিড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এশিয়ান পেইন্টস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি এদিন টাটা মোটরস কমার্শিয়াল ভেহিক্যালস, টাটা স্টিল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস, হিন্দুস্তান ইউনিলিভার এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ারের দাম উর্ধমুখী ছিল।

বুধবার বিকেলের লেনদেনে সেনসেক্স ৭৭০ পয়েন্টেরও বেশি বেড়েছে, অন্যদিকে নিফটি ২৫,৯০০ অতিক্রম করেছে।

বুধবার শেয়ার বাজারের বৃদ্ধির পিছনে একাধিক কারণ চিহ্নিত করেছেন বাজার বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসা সংক্রান্ত কড়াকড়ি শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। এর জেরে দেশের একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থার স্টকের দাম বেড়েছে। এর জেরে নিফটি আইটি সূচকেরও বিপুল বৃদ্ধি হয়েছে।

ভারত ও আমেরিকার ট্রেড ডিল নিয়েও আশার আলো দেখা যাচ্ছে। যা দেশের শেয়ার বাজার বৃদ্ধির অন্যতম ফ্যাক্টর হিসেবে বিবেচনা করছেন বাজার বিশেষজ্ঞরা। বিহারের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে সিংহভাগ বুথ ফেরত সমীক্ষা থেকে এনডিএ-র ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলেছে। যা বাজারে বৃদ্ধির ধারা বজায় রাখতে ইচিবাচক ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande