পথকুকুরের আক্রমণে চিড়িয়াখানায় ১‍০ হরিণের মৃত্যু, খতিয়ে দেখলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা
ত্রিশূর, ১২ নভেম্বর (হি.স.): কেরলের ত্রিশূরে নবনির্মিত পুথুর জুওলজিক্যাল পার্কে পথকুকুরদের আক্রমণে অন্তত ১০টি হরিণ মারা গিয়েছে। এই ঘটনায় মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল পার্ক পরিদর্শনে গিয়েছিল। বুধবার সেই পরিদর্শনকারী
পথকুকুরের আক্রমণে চিড়িয়াখানায় ১‍০ হরিণের মৃত্যু, খতিয়ে দেখলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা


ত্রিশূর, ১২ নভেম্বর (হি.স.): কেরলের ত্রিশূরে নবনির্মিত পুথুর জুওলজিক্যাল পার্কে পথকুকুরদের আক্রমণে অন্তত ১০টি হরিণ মারা গিয়েছে। এই ঘটনায় মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল পার্ক পরিদর্শনে গিয়েছিল। বুধবার সেই পরিদর্শনকারী দলের তরফে জানা গেছে, ময়নাতদন্ত শেষ হওয়ার পরে হরিণগুলির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এটি। গত ২৮ অক্টোবর কেরলের ত্রিশূরে ৩৩৬ একর জমিতে নির্মিত পুথুর চিড়িয়াখানার উদ্বোধন করেন মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন। গত একমাসে সেই পুথুর চিড়িয়াখায় পথকুকুরের হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ হরিণের। প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতে একদল পথকুকুর হরিণের খাঁচায় ঢুকে পড়ে। তা থেকেই এই ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের পর হরিণের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষও।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande