নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা
কোচবিহার, ১২ নভেম্বর, (হি.স.): নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত আরও ১৷ এবার কোচবিহারের বাসিন্দা সজল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত সজল কোচবিহার জেলায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন। শিলিগুড়ি থেকে অভিযুক্ত সজল সর
নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা


কোচবিহার, ১২ নভেম্বর, (হি.স.): নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে ধৃত আরও ১৷ এবার কোচবিহারের বাসিন্দা সজল সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত সজল কোচবিহার জেলায় তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট পদে রয়েছেন।

শিলিগুড়ি থেকে অভিযুক্ত সজল সরকারকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ৷ তাঁকে কলকাতায় নিয়ে এসে জেরা করা হবে৷ অভিযোগ, গত ২৮ অগাস্ট নিউ টাউনে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে পিটিয়ে খুনের সময় এই সজল সরকারও সেখানে উপস্থিত ছিলেন৷

এর আগে স্বর্ণব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও দু জনকে গ্রেফতার করেছিল পুলিশ৷ ঘটনায় মূল অভিযুক্ত জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের কলকাতার গাড়ির চালক রাজু ঢালি এবং বিডিও-র বন্ধু পেশায় ঠিকাদার তুফান থাপাকে গ্রেফতার করেছিল পুলিশ৷

তাঁদের জেরা করেই পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন ছ জন মিলে ওই স্বর্ণব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাটে মারধর করে৷ সেই মারধরের সময় মাথায় আঘাত লেগে স্বপন কামিল্যা নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়৷

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande