
নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): হাইড্রোজেনের ক্ষেত্রে দূষণ মোকাবিলাই রোডম্যাপের গুরুত্বপূর্ণ অংশ। বললেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। ২০২৫ সালের গ্রিন হাইড্রোজেন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, হাইড্রোজেনের ক্ষেত্রে, দূষণ মোকাবেলা আমাদের রোডম্যাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদিও স্বচ্ছ শক্তির ধারণাটি আদর্শবাদী শোনাচ্ছে, আমাদের অবশ্যই বৈজ্ঞানিক ও কৌশলগতভাবে এটির দিকে এগিয়ে যেতে হবে। একটি মূল বিষয় হবে তেলের উপর আমাদের নির্ভরতা হ্রাস করা এবং এটি উল্লেখযোগ্য যে তেল রপ্তানিকারক দেশগুলি ইতিমধ্যেই তাদের অর্থনীতিতে পরিবর্তন আনছে।
জিতেন্দ্র সিং বলেন, এটি বিশ্বব্যাপী জ্বালানি প্রবণতায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন চিহ্নিত করে, যার সঙ্গে ভারত এখন সারিবদ্ধ হচ্ছে। বিশ্বব্যাপী মিশন ইনোভেশন ২.০ এর লক্ষ্য হল সবুজ হাইড্রোজেনের দাম প্রতি কিলোগ্রামে ২ ডলারে কমিয়ে আনা, একটি লক্ষ্য যা ভারত সক্রিয়ভাবে কাজ করছে। জাতীয় হাইড্রোজেন মিশন যথেষ্ট তহবিল পেয়েছে, বেসরকারি উৎস থেকে উল্লেখযোগ্য অবদান সহ মোট ৪৮৫.৩২ কোটি টাকার মধ্যে, ৩১৫.৪৩ কোটি টাকা আসবে বেসরকারি সংস্থাগুলি থেকে, যেখানে সরকারের অবদান প্রায় ১৭০ কোটি টাকা হবে। এটি নির্ধারিত প্যাটার্ন অনুসরণ করে। জাতীয় গবেষণা ফাউন্ডেশনের মতো উদ্যোগ, যেখানে গবেষণা তহবিলের ৬০-৭০% আসে বেসরকারি উৎস থেকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি